বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন সালমান
বিনোদন ডেস্ক:
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে ৫ বছরের সাজা দিয়েছে আদালত। আপাতত জামিনে মুক্ত রয়েছেন বলিউডের এই মহাতারকা। তবে জামিন দেয়ার সময় আদালত শর্ত দিয়েছিলেন ভারতের বাহিরে অন্য কোনো দেশে যেতে পারবেন না সালমান। আর যদি যেতেই হয় তাহলে উচ্চ আদালতের অনুমতি নিতে হবে তাকে।
সুখবর হলো, ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকাকে ভারতের বাহিরে যাওয়ার অনুমতি দিয়েছে যোধপুর আদালত। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাহিরে যাওয়ার জন্য যোধপুর ডিসট্রিক্ট এবং সেশনস আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন সালমান খান। এর ভিত্তিতে আদালত তাকে অনুমতি প্রদান করেছে।
জানা যায়, আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত কানাডা, নেপাল এবং ইউএসএ’তে ভ্রমণ করবেন বলিউড ‘ভাইজান’।
বর্তমানে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নেন্দেজ, ডেইজি শাহ প্রমুখ।
জানা গেছে, আগামী ১৫ জুন ছবিটি মুক্তি পাবে।
Please follow and like us: