কলারোয়ার খোর্দ্দ স্কুলের প্রধান শিক্ষক নাশকতা মামলায় গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
নাশকতা ও সহিংসতা মামলায় সাতক্ষীরার কলারোয়ার খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি খোর্দ্দ গ্রামের গ্রামের মৃত আফসার আলী মোড়লের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলামের নিজের বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: