সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের অষ্টম শ্রেণীর তিন শিক্ষার্থীর বৃত্তি লাভ
মোঃ ফয়জুল হক বাবু:
সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের অষ্টম শ্রেণীর তিন শিক্ষার্থী ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তি লাভ করেছে। তিন জনের মধ্যে নাজমুস সাকিব ট্যালেন্টপুলে ও এবিএম সিয়াম রহমান এবং মোঃ সোহনুর রহমান সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। নাজমুস সাকিব ব্রহ্মরাজপুর গ্রামের মোঃ জিয়াউর রহমান ও রিজিয়া সুলতানার তিন সন্তানের মধ্যে ছোট ছেলে। সে বড় হয়ে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়। এবিএম সিয়াম রহমান ব্রহ্মরাজপুর গ্রামের মোঃ শামসুর রহমান ও সানজিদা খাতুন এর একমাত্র ছেলে। সে বড় হয়ে প্রকৌশলী হতে চায়। মোঃ সোহানুর রহমান ব্রহ্মরাজপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ও ফাতেমা খাতুন এর একমাত্র ছেলে সন্তান। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। দেশের গরীব ও মেহনতি মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিতে চায়।
এই তিন শিক্ষার্থীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের বিদ্যালয়ের জেএসসির ফলাফল সব থেকে ভাল। আমাদের শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহায়তা ও শিক্ষার্থীদের প্রচেষ্টার ফলে এত ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। আমি আশা করবো শিক্ষার্থীরা এস,এস,সি পরীক্ষায়ও তাদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
Please follow and like us: