তালায় ৮০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
তালা প্রতিনিধি:
খরিব-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৮শ দশ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ ও সার বিতরণ করা হয় ।
সোমবার (১৬এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে প্রধান হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সামছুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, কৃষকদের ৫ জনের প্রতি গ্রুপে বীজ ২৫কেজি, ইউরিয়া ১শ কেজি, ডিএপি ৫০ কেজি ও পটাশ ৫০ কেজি করে বিতরণ করা হয়।
Please follow and like us: