যুব সমাজের উদ্যোগে সকল প্রকার সহিংসতা ও জাতিগত দ্বন্দ্ব নিরসনের প্রত্যয়ে গণস্বাক্ষর গ্রহণ
কালিগঞ্জ প্রতিনিধি :
সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক দ্বন্দ্ব, জাতিগত ও ধর্মীয় সংঘাত প্রতিরোধ করে শান্তি, সম্প্রীতি, সাম্প্রদায়িক সমাজ গঠনে কালিগঞ্জের মৌতলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইয়ুথ লিডার দের মহল্লায় মহল্লায় গিয়ে মুসলিম, হিন্দু সহ সর্ব স্তরের মানুষের নিকট থেকে গত ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর কার্যক্রম গ্রহণ করা হয়। । উক্ত গণস্বাক্ষর কার্যক্রমের ব্যবস্থাপনায় মৌতলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সকল ইয়ুথ লিডারা ও পরিচালনায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় ন্যাশনাল ইন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি। উক্ত গণস্বাক্ষর কার্যক্রম কে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ সকল স্তরের মানুষ এটিকে সম সাময়িক ও যুগ উপযোগি উদ্যোগ বলে আঙ্কায়িত করেন এবং তারা বলেন একমাত্র যুব সমাজই পারে এই সহিংসতা ও দ্বন্দ্ব প্রতিরোধ করে সুন্দর,সাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে ও এলাকার মানুষ যুব সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সাথে সহযোগিতা করার আশ্বাস দেন ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৌতলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সমন্বয়কারী মো. আনিছুর রহমান।
Please follow and like us: