তালায় লক্ষাধিক টাকার আম ও কলা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা
তালা প্রতিনিধি :
তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আম,কলাসহ বিভিন্ন ফলদ বৃক্ষ কর্তন করেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল রাত আনুমানিক ১২ টার দিকে। এব্যাপারে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন,ক্ষতিগ্রস্ত উপজেলার গোপালপুরের সুশীল দাশ।
অভিযোগে প্রকাশ,উপজেলার গোপালপুর গ্রামের মৃত নকুল চন্দ্র দাশের ছেলে সুশীল দাশের সাথে একই গ্রামের মৃত সূর্য কান্ত ভদ্রের ছেলে শ্যামল ভদ্র,পরিমল আইচের ছেলে শ্রীপদ আইচ,মৃত মনিন্দ্র নাথ দাঁর ছেলে লক্ষণ দাঁ,মৃত অরবিন্দু আইচের ছেলে দ্প্রেসাদ আইচ ও বিষ্টু পদ দত্তের ছেলে সঞ্জয় দত্ত’র স্থানীয় গোপালপুর মৌজার সাবেক ৫৫৬ ও ৫১৪ দাগের ৩ একর ১৩ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে। যার এক পর্যায়ে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে ঘটনার রাত আনুমানিক ১২ টার দিকে দা-কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয় সেখানে। এসময় তারা সুশীলের বিবাদমান সম্পত্তিতে লাগানো বিভিন্ন প্রকার ফলদ আম ও কলা গাছ কেটে তছরুপ করে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে লিখিত অভিযোগে সুশীল দাশ জানিয়েছেন।
এদিকে এনিয়ে থানায় অভিযোগ করায় প্রতিপক্ষরা সুশীলকে জীবননাশের হুমকি অব্যাহত রেখেছে। জীবনের নিরাপত্তাহীনতায় এক প্রকার নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।