নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১লা বৈশাখ পালন
শেখ কামরুল ইসলাম :
কাটিয়া নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী অনুষ্ঠান পালন করা হয়েছে। শনিবার সকালে স্কুলের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ স্কুল প্রাঙ্গণ হতে ১টি র্যালী বের করে বাঙ্গালীর ঐতিহ্য তুলে ধরে ডিসি অফিসে যাওয়া হয়। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকল কে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যেয়ে শেষ হয়। র্যালী শেষে পহেলা বৈশাখ ১৪২৫ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পানতা ভাত খাওয়ার মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, আরিফা আক্তার, রহিমা খাতুন, সাবিত্রবালা হালদার, অফিস সহকারী মোঃ শাহজাহান সুমন এবং ন্যাশনাল সার্ভিসের ২জন শিক্ষক।
Please follow and like us: