সাতক্ষীরায় হাসান ব্রাদার্স ভলিবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন
শহর প্রতিনিধি :
সাতক্ষীরায় হাসান ব্রাদার্স ভলিবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে জেলা ক্রীড়া সংস্থা এবং হাসান ব্রাদার্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং হাসান ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় জেলা ভলিবল কমিটির আহবায়ক জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভলিবল লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, হাসান ব্রাদার্সের স্বত্বাধিকারী ভলিবল লীগের পৃষ্ঠপোষক মো. এমদাদ হোসেন বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ডিআইও ওয়ান আজম খান প্রমুখ। হাসান ব্রাদার্স ভলিবল লীগের খেলায় ৫৯টি টিম অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাব বনাম ভালুকা চাঁদপুর ক্লাব। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার তৈয়েব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, ভলিবল সম্পাদক রুহুল আমিন, নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, সৈয়দ জয়নুল আবেদিন জসি, কবিরুজ্জামান রুবেল, হাফিজুর রহমান খান বিটু, মো. আলতাপ হোসেন, এড. ওসমান আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাসের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শফিউল ইসলাম খান।