বাংলা সাজে বাঁশদহাবাসী
বাঁশদহা প্রতিনিধি:
“এলো আবার পহেলা বৈশাখ,নিয়ে এলো শান্তির অভয়বানী। আনন্দধারায় মেতে উঠুক সকল প্রাণ, মুছে যাক যত দুঃখ-গ্লানি”। আজ বাংলা শুভ নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ। প্রকৃতির নিয়মে আবারো ফিরে আসলো আমাদের মাঝে বাংলা নববর্ষ। সারা বাংলাদেশ প্রস্তুত বাংলা নববর্ষকে বরণ করার জন্য। সেই সাথে প্রস্তুত বাঁশদহা ইউনিয়নবাসী। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা প্রদান করার সবাই খুশি। সেই উপলক্ষে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসা,বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুলিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বি,কি আর্দশ বালিকা বিদ্যালয়,ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান মালা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের পান্তা ইলিশ,পান্তা চিংড়ি এবং আয়োজন করা হয়েছে কাচাঁ মরিচ ও পেয়াজের পান্তা ভাতা। অধির আগ্রহে ছোট-ছোট কঁচি-কাঁচারা বাঙ্গালীর হারানো পান্তা ভাতা খাওয়ার জন্য। এছাড়া আয়োজন করা হয়েছে ঐতির্য্যবাহী বাঁশদহার বাওড়ে পহেলা বৈশাখ উপলক্ষে বিশিষ অনুষ্ঠান। সব মিলিয়ে বাঁশদহাবাসী যেন বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।
Please follow and like us: