শ্যামনগরের কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ
রবিউল ইসলাম, শ্যামনগর :
দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার শংকরকাটি বাজার চত্বরে ২০১৭ সালের জেএসসি, জেডিসি, পিএসসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দৃষ্টিনন্দন দারিদ্র্যকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ডিএম মফিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাসার। দৃষ্টিনন্দন দারিদ্র্যকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, সমাজসেবক আলহাজ্ব মাস্টার শওকত হোসেন ঢালী, আলহাজ্ব মু্জিবর রহমান, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, কাশিমাড়ী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি এস.এম শাহজাহান কবির, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, হামিদুল কবির বাবু, সমাজসেবক ইয়াহিয়ার রহমান খোকন প্রমুখ।এতে ৮৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরুস্কার তুলে দেওয়া হয়।
Please follow and like us: