ঝাউডাঙ্গা মহিলাদের সঙ্গে এমপি রবির মতবিনিময় সভা
ইয়ারব হোসেন:
বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারা বজায় রাখতে হলে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনারায় এ সরকারকে ক্ষমতায় আনতে হবে।এ জন্য প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামে গ্রামে নৌকার দূর্গ গড়ে তুলতে হবে। অতিতের কোন সরকার ১০টাকা কেজি চাল আর ১৬ টাকা দরে সার দিতে পারেনি। বিনামুল্যে বই আর পদ্দা সেতুর মত এত উদ্যোগ কেই নিতে পারেনি। সেটি জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। বর্তমানে ঘরে বিদ্যুত পৌছে গেছে, মসজিদ মন্দির,রাস্তা,বয়স্ক ভাত,বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পচেছ সরকারি ভাবে। কৃষকরা হাতের গোড়ায় পাচেছ কম দামে সার। জামাত বিএনপি ধর্মকে ব্যবহার করে ও সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নিয়েছে। গ্রামের মহিলারা আর বোকা নেই। গ্রামের মহিলারা জেগে উঠেছে। আর তারা নৌকা ছাড়া অন্য প্রতিকে ভোট দিয়ে হয়রানির শিকার হবে না।
আজ ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের পাথরঘাটা ওয়ার্ড আয়োজিত মহিলাদের সঙ্গে বেঠাকে সদর এমপি মীর মেস্তাক আহমেদ রবি প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।আজ বিকালে সুন্দর পরিবেশে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি রোমজান আলি বিশ্বাস ।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,জেলা আওয়ামাীলীগের সদস্য এড,আব্দুল নতা লতিব,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎনা আরা,আওয়ামীলীগ নেতা মোকছেমুল হাকিম,যুবলীগ নেতা মাহি আলম,ঝাউডাঙ্গা ডিগ্রী কলেঝের অধ্যক্ষ খলিলুর রহমান,জাতীয় পার্টির নেতা সরদার এ মুজিদ,জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু,বাঁশদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুল ইসলাম,ওয়ার্ড আওয়ামীল নেতা নাজমুল গাইন,প্রমুখ।
অনুষ্ঠানে শত শত মহিলা উপস্থিত থেকে এমপি মীর মোস্তাক আহমেদ রবির সাথে সরাসরি কথা বলেন। মহিলারা বয়স্ব ভাত,বিধবা ভাতা,প্রতিবন্ধিভাতা,বিদ্যুত,রাস্তা,মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়ে কথা বলেন।
Please follow and like us: