জেলা ভূমিহীন ঐক্য পরিষদের আলোচনা সভায় ডা: আরিফের অপসারণ দাবি
প্রেস বিজ্ঞপ্তি:
আজ বিকালে রসুলপুরস্থ সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিহীণ নেত্রী শরিফা খাতুন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনে সভাপতি মোঃ কওছার আলী, মোঃ আব্দুস ছাত্তার, মোঃ আবিদার রহমান, জেলা ভূমিহীন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, মোঃ বাবলু হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মানোবাধিকার কর্মী জিয়াউর রহমান, মনিরুজ্জামান টুটুল, নারী নেত্রী সালমা, মর্জিনা খাতুন, সুফিয়া খাতুন, ভাদ্ররি বিবি। বক্তারা বলেন সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের ডাক্তার আরিফ রোগীদের সাথে অসৎ আচারণ করে। জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা সাধারণ রোগীদের তিনি তার ব্যক্তিগত চেম্বারে যাওয়ার জন্য বলেন। সেখানে গিয়ে ৬০০ টাকা ফি দিলে তিনি চিকিৎসাপত্র দেন। বক্তারা আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে ওই ডাক্তার নামক কসাই কে অপসারনের দাবি জানান। অপসারণ না করলে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধণ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Please follow and like us: