কলারোয়ায় প্রতিবেশিরা ভাতের গরম ফ্যান ছুড়ে ঝলসে দিল বৃদ্ধার শরীর
বিশেষ প্রতিনিধি:
হাস তাড়ানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতের গরম ফ্যান ছুড়ে এক বৃদ্ধার শরীর ঝলসে দিয়েছে প্রতিবেশিরা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার পানিকাউরিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে । আহত বৃদ্ধা মরিয়ম বেগম(৬০) বর্তমানে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পানিকাউরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী বৃদ্ধার মেয়ে নাছিমা খাতুন বলেন, সোমবার দুপুরে হাস তাড়িয়ে দেয়াকে কেন্দ্র করে আমার প্রতিবেশি ইছহাক আলী, তার স্ত্রী হালিমা খাতুন ও ছেলে হাফিজুল ইসলামের সাথে আমাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হালিমা খাতুন রান্নাঘরে থাকা ভাতের গরম ফ্যান আমার মায়ের শরীরে ছুড়ে মারে। এতে তার মুখমন্ডল, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: