কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভাগে তৃতীয়
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভাগীয় শ্রেষ্ঠত্বের তৃতীয় স্থানধারীর পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করেছে। বুধবার যশোর সার্কিট হাউজ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আবদুল আওয়াল, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাছান, উপ-পরিচালক আবুল হোসেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রত্যেক সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা কলারোয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানসহ শ্রেষ্ঠ জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতিগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, ফারুক হোসেন, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
Please follow and like us: