আশাশুনিতে জুনিয়র বৃত্তি পেয়েছে ৮৮ জন
জি এম মজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় হতে জুনিয়র বৃত্তি লাভ করেছে ৮৮ জন। যার মধ্যে ২১ জন ট্যালেন্টপুলে ও ৬৭ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। সর্বোচ্চ ১১ জন বৃত্তি পেয়েছে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল হতে এবং দ্বিতীয় স্থানে রয়েছে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়। এখান থেকে বৃত্তি পেয়েছে ১০ জন।
আশাশুনি উপজেলার বৃত্তিপ্রাপ্ত ২৩ টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো। বুধহাটা বিবিএম কলেঃ স্কুল ট্যালেন্টপুল ২, সাধারণ ৯, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় ট্যালেন্টপুল ৩, সাধারণ ৭, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয় ট্যালেন্টপুল ৩, সাধারণ ৫, চম্পাফুল আপ্রচ মা/বি সাধারণ ৮, কুঁন্দুড়িয়া পিএন মা/বি ট্যালেন্ট ১, সাধারণ ৫, দরগাহপুর কলেঃ স্কুল ট্যালেন্ট ২, সাধারণ ৪, শরাফপুর মা/বি ট্যালেন্ট ৩, সাধারণ ২, শ্রীউলা মা/বি সাধারণ ৫, তুয়ারডাঙ্গা মা/বি সাধারণ ৩, ইউনাইটেড খাজরা ট্যালেন্ট ২, সাধারণ ৩, খরিয়াটি মা/বি সাধারণ ৩, কামালকাটি মা/বি সাধারণ ১, টেংরাখালী মা/বি সাধারণ ৩, হাড়ীভাঙ্গা মা/বি ট্যালেন্ট ২, সাধারণ ১, মাড়িয়ালা মা/বি সাধারণ ২, মহিষাডাঙ্গা মা/বি সাধারণ ২, কাদাকাটি আরার মা/বি ট্যালেন্ট ১, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর ট্যালেন্ট ১, বলাবাড়িয়া মা/বি ট্যালেন্ট ১, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মা/বি সাধারণ ১, বড়দল কলেঃ স্কুল সাধারণ ১, চাপড়া মা/বি সাধারণ ১ এবং মিত্র তেঁতুলিয়া পিএসএফ মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ বৃত্তি পেয়েছে ১ জন।
Please follow and like us: