তালায় ক্লাস রুমে ফেসবুকের ব্যাবহার :শিক্ষার মান নিন্মমুখি
নিজস্ব প্রতিনিধি:
তালা উপজেলার কিছু কিছু সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষিকারা ক্লাস চলাকালিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় শিক্ষার মান নিন্মমুখি হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস রুমে মোবাইল ফোনের ব্যাবহার নিষিদ্ধের দাবি তুলেছেন শিক্ষার্থী ও অবিভাবকরা।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিযোগে জানাযায়, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন ব্যাবহার করে থাকেন কিন্ত মোবাইল ফোনে ফেসবুক ব্যাবহার কারি শিক্ষকরা ফেসবুক নিয়ে মাঝে মধ্যে এতোটাই ব্যস্ত হয়ে পড়েন যে ক্লাসের সময় হলেও ঠিক সময়ে ক্লাসে না গিয়ে নিজের ইচ্ছেমতো ক্লাসে ঢোকেন। ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের পাঠ্য দানের পরিবর্তে একটা কিছু লিখতে দিয়ে আবারও ফেস বুকের পাতায় ব্যস্ত হয়ে পড়েন। শিক্ষার্থীরা কোন কিছু জানতে চাইলে ফেসবুক ব্যাবহারে বিঘ্ন ঘটায় চরম দূর্ব্যাবহার করা হয় তাদের সাথে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকদের চেয়ে শিক্ষিকারা ফেস বুক নিয়ে ব্যাস্ত থাকেন এমনকি ক্লাসের মধ্যেও তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগি না হয়ে ফেস বুক চালিয়ে কোন রকম ক্লাসের সময় পার করেন আর অফিসে সার্বক্ষনিক এ কর্ম চলছেন। দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এ অবস্থা চলতে থাকায় স্কুলের ক্লাসের প্রতি শিক্ষার্থীরা যেমন আগ্রহ হারিয়ে ফেলছে তেমনি শিক্ষার মান হচ্ছে নিন্মমুখি অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তৈরী হচ্ছে মোবাইল ফোন আসক্তি। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিয়ার রহমান বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ে ক্লাস রুমে মোবাইল ব্যবহারের উপর বিধি নিষেধ রয়েছে। তার পরও কোন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে এধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।