কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কালিগঞ্জে তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম এর নেতৃত্বে উত্তর কালিগঞ্জের কাঁকশিয়ালী বাজারে এই অভিযান পরিচালিত হয়। এসময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক কিন্তু সরকারী আইন অমান্য করায় কাঁকশিয়ালী বাজারে অবস্থিত মুদি ও ভ্যারাইটিজ ষ্টোর ও কাঁকশিয়ালী গ্রামের প্রীতম ঘোষের মালিকানাধীন ভাই ভাই ষ্টোরকে ১ হাজার টাকা, নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মালিকানাধীন মোড়ল ষ্টোরকে ৩ হাজার টাকা এবং একই গ্রামের আকবর আলীর মালিকানাধীন আকবর ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল, উপজেলা ভূমি অফিসের পেশকার শাহিনুর আলম।
Please follow and like us: