গোয়ালডাঙ্গা মাদরাসায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেডিকেএফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় মাদরাসা মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জিসার্ফ এর অর্থায়নে রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার বাস্তবায়নে, পরিবর্তনকারী নাগরিক হিসাবে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, মাদরাসার সুপার মাওঃ আব্দুল আহাদ। অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্য, বহু মাত্রিকতার প্রতি শ্রদ্ধাবোধ এবং উগ্রপন্থা ও সহিংসতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রেডিকালাইজেশন বা চরম ভাবাপন্নতার প্রাথমিক ১৪টি লক্ষণ উল্লেখ করে চরম ভাবাপন্নতার ৪টি ধাপ সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অগ্রগতি সংস্থান মাস্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও মাস্টার ট্রেইনার রাজু আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহীদুর রহমান তহীদ। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মাদরাসার ৩০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন।
Please follow and like us: