বড় জয়ে শুভ সূচনা সাকিবের হায়দরাবাদের
স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হেসে-খেলেই বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। একাদশ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাকিবের দল।
রাজস্থানের করা ১২৫ রানের জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। মূলত শিখর ধাওয়ানের মারদাঙ্গা ব্যাটিংয়ে ভর করেই এত বড় জয়ের দেখা পেল হায়দরাবাদের দলটি। ৫৭ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। ১৩টি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ছক্কার মার।হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৫ বলে অপরাজিত থাকেন ৩৬ রানে। ৩টি বাউন্ডারির সঙ্গে তিনিও মারেন একটি ছক্কার মার। এর আগে মাত্র ৫ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা।টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে হায়দরাবাদের বোলারদের সাঁড়াশি বোলিংয়ের সামনে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। ৪২ বলে ৪৯ রান করেন সাঞ্জু স্যামসন। ১৮ রান করেন শ্রেয়াস গোপাল। সাকিব এবং সিদ্ধার্থ কাউল নেন ২টি করে উইকেট।
Please follow and like us: