ডা. রুহুল হক এমপিকে জাতীয় চার নেতা বহুমাত্রিক মূল্যায়ন গ্রন্থ উপহার
নলতা প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম তারিকুল ইসলাম সম্পাদিত গ্রন্থ “জাতীয় চার নেতা বহুমাত্রিক মূল্যায়ন” গ্রন্থটি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি’র হাতে আজ সোমবার সন্ধ্যায় সংসদ সচিবালয় অফিসে গ্রন্থটি তুলে দেন সম্পাদক জি এম তারিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান,সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল,আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জি এম মনজুরুল ইসলাম,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পাঠাগার বিষয়ক সম্পাদক রনজিত হালদার,ছাত্রলীগ নেতা মাহমুদ পারভেজ,সাংবাদিক তোষিকে কাইফু,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার,ক্রিকেটার গিয়াসউদ্দীন টুটুল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।এ সময় ডা. আ ফ ম রুহুল হক এম পি বলেন,জাতীয় চার নেতার উপর এমন একটি গ্রন্থ বর্তমান সময়ে গুরুত্ববহন করবে বলে বিশ্বাস করি।গ্রন্থটির সম্পাদক সহযোগী অধ্যাপক জি এম তারিকুল ইসলাম বলেন,জাতির সামনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয় চার নেতার গুরুত্ব তুলে ধরতে আমার এই ক্ষুদ্রপ্রয়াস।
উল্লেখ্য গত বছর বই মেলাতে তাঁর সম্পাদিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুমাত্রিক মূল্যায়ন” গ্রন্থটি প্রকাশিত হয়।তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের সন্তান।
Please follow and like us: