বাংলা নববর্ষ কে বরণ করতে কালিগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
বাংলা নববর্ষ ১৪২৫ বর্ষবরণ উৎসব উপলক্ষে ৯ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে সভায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কালিগঞ্জে বিভিন্ন গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য র্যালী মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সঙ্গীত পরিবেশন। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজিব হাসান, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, উজ্জীবুনি ইন্সিটিট্রিউট স্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, পাইলট মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, উপজেলা লেডিস ক্লাবের সহ-সম্পাদিকা কনিকা সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী জেবুন নাহার জেবু, হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হোসেন আলী, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধারাণী প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: