আহ্ছানিয়া মিশন ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা
শহর প্রতিনিধি :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮-১৯ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোতাকাব্বির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক ও নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আলহাজ¦ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজী সিরাজুল হক, সদস্য কাজী আমিরুল হক আহাদ, অধ্যক্ষ আব্দুল মজিদ সিদ্দিকী, আলহাজ্ব মো. আব্দুল খালেক, আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, এ.এস.এম আজিজ হাসান, আলহাজ্ব আব্দুস সাত্তার, মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব এড. মোনায়েম খান চৌধুরী, আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সেলিম রহমান, আমজাদ ঢালী, নলতা কেন্দ্রীয় মিশনের আলহাজ¦ মো. সাইদুর রহমান ও ডা. মো. নজরুল ইসলাম, মো. আব্দুর রহমান, আহছানিয়া মাল্টি কমপ্লেক্স এর ত্বাবধায়ক ও আজীবন সদস্য আবু সোয়েব এ্যাবেল, মোস্তাফিজুর রহমান উজ্জল, এড. ওসমান আলী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। সাধারণ সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আগামী ০৫ মে শনিবার সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮-১৯ তারিখ ধার্য্য করা হয়। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Please follow and like us: