সাতক্ষীরা বৈকারী সীমান্ত থেকে সোনাসহ পাচারকারিকে আটক করেছে বিজিবি
শহর প্রতিনিধি:
ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী বৈকারীর বাজার থেকে ১২৮ গ্রাম সোনাসহ হাফিজুর রহমান নামে এক সোনা পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে বৈকারী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা সোনসহ তাকে আটক করে। আটক হাফিজুর রহমান (৪৫) বৈকারী গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের ছেলে।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল সরকার মো.মোস্তাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা হাফিজুর রহমানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১২৮ গ্রাম সোনা জব্দ করা হয়। যার বর্তমান মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান।
Please follow and like us: