পূর্ব গৌতার গ্যাস হামলায় নিহত ৭০
অনলাইন ডেস্ক :
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ‘দুমায়’ বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।
বিদ্রোহী অধ্যুষিত পূর্ব গৌতার সর্বশেষ এই শহরে এই হামলায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
বিবিসি জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেটস’ তাদের টুইট বার্তায় এ খবর জানিয়েছে। তারা আরো জানায়, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তবে এ খবরকে বিদ্রোহীদের ‘জালিয়াতি’ বলে উল্লেখ করেছে আসাদ সরকার।
আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা। ঘটনা সত্য প্রমাণিত হলে সিরিয়ার সরকারকে সাহায্যকারী রাশিয়ার সেনাবাহিনীও এ জন্য দায়ী থাকবে।
এর আগে গত বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরেও একই ধরনের রাসায়নিক হামলার অভিযোগ উঠেছিল আসাদ সরকারের বিরুদ্ধে। ওই হামলায় ১০ শিশুসহ অন্তত ৭০ জন নিহতের খবর দিয়েছিল ‘হোয়াইট হেলমেটস’।
সেবারও বাশার সরকার এই ধরনের হামলার কথা অস্বীকার করেছিল।
Please follow and like us: