বড়দলে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত্র ৮ টায় গোয়ালডাঙ্গা বাজার মিতালী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি তার ভাষণে বলেন, মাদক ও জঙ্গিবাদকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতোই শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় ইউপি সদস্য আঃ কাদের সরদার ও জি এম মফিজুল ইসলাম, আছাদুল ইসলাম ফকির, মুকুল হোসেন (জাম্বু) প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বড়দল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্য সদস্যবৃন্দ, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সহ-সভাপতি আঃ মজিদ মোড়ল, সাধারণ সম্পাদক মহিউদ্দীন ফকির, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য হোসেন আলী (খোকন), শামিম রেজা, শরিফুল ইসলাম (ফুল), বাজার কমিটির প্রাক্তন সভাপতি আঃ হান্নান, বাজারের সকল ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন।
Please follow and like us: