বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠন
পাটকেলঘাটা প্রতিনিধি :
৭ এপ্রিল শনিবার পাটকেলঘাটাস্থ ডাকবাংলো চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরদার মোসলেম উদ্দীন, আবু মুছা, শেখ আজিজুর রহমান, জাতীয় যুব জোট তালা উপজেলার সভাপতি এহছানুল হক, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ। ছাত্র সমাবেশে সরুলিয়া ইউনিয়নের বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে মোঃ মোস্তফাকে সভাপতি ও শেখ জিয়াদ হোসেন খোকনকে সাধারণ সম্পাদক এবং মোঃ সুমন হোসাইন, শেখ রোমান হোসেন, তরিকুল ইসলাম, শেখ আবু মুছা, শেখ বুখারী ইসলাম, শেখ শহীদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান, রবিউল ও সাকিল হোসেনকে সদস্য নির্বাচিত করে সরুলিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়। শিক্ষা,শান্তি, প্রগতিকে মুল মন্ত্র এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসূচিতে সাম্প্রদায়িকীকরণ বন্ধের আহ্বান জানিয়ে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Please follow and like us: