কুশখালীতে ক্রীড়া দিবসে র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জি.এম আবুল হোসাইন :
“ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ” শ্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পলাশ শিশু ক্লাবের অভিভাবক দলের সভাপতি ক্কারী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, কুশখালী ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য ও সাবেক এস.আই মো. আব্দুল বারী, ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, দৈনিক আজকের সাতক্ষীরা’র সাংবাদিক মো. নাজমুল আরেফিন,
ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার খায়রুল হাসান, প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন, কমিউনিটি মোবিলাইজার সিরাজুম মনিরা প্রমুখ।
প্রতিযোগিতায় ১০টি স্থানীয় জনপ্রিয় খেলায় শিশুদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
সমগ্র অনুষ্ঠান ও খেলাধুলা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন।