কুমিল্লায় ভণ্ড কবিরাজের আস্তানায় পুলিশের তল্লাশি
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় ভণ্ড কবিরাজ মাহবুবের আস্তানায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর ৭টা পর্যন্ত দু’দফায় সেখানে অভিযান চালায় পুলিশ। তবে অভিযুক্ত মাহাবুব কবিরাজকে এখনো আটক করা সম্ভব হয়নি।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা শহরতলীর বারপাড়ায় মাহাবুব কবিরাজের আস্তানার চারদিকে অবস্থান নেয় পুলিশ। পরে ১ ঘণ্টারও বেশি সময় অভিযান চালানো হয় আস্তানার ভেতরে। ভণ্ড কবিরাজের সন্ধান না পেয়ে বাড়িটি ঘিরে রেখে প্রথম দফার অভিযান শেষ করা হয়। রাতভর ঘিরে রাখার পর, ভোরে আবারো অভিযান চালায় পুলিশ। কিন্তু তাতেও খোঁজ মেলেনি কবিরাজের। সকাল ৭টা পযর্ন্ত চলে পুলিশের সাড়াশি অভিযান।
সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) অরূপ কুমার বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, মাহবুব তার আস্তানায় এসেছে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই সেখানে রাতভর দুই দফা তল্লাশি চালানো হয়েছে। কিন্তু আস্তানায় তাকে পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
গত ৩১ মার্চ কুমিল্লায় কথিত কবিরাজ মাহাবুবের অপচিকিৎসায় মারা যায় বুড়িচং উপজেলার ময়নামতি-সিন্দুরিয়া এলাকার তিন বছরের শিশু শেখ ফরিদ। ঘটনার পরদিন তার মা রোজিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় কথিত কবিরাজ মাহবুব ও তার সহযোগী শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।
ভণ্ড কবিরাজের প্রধান সহযোগী খাদেম শাহাদাতকে ঘটনার পরপরই গ্রেফতার করে পুলিশ। তবে মামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও, এখনো ধরা-ছোঁয়ার বাইরে কবিরাজ মাহবুব। ঘটনার পরপর বাড়ির ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায় কথিত কবিরাজ মাহবুব।
Please follow and like us: