কালিগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিটে ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে ভস্মীভূত
মো :আরাফাত আলী:
বিদ্যুতের শটসার্কিটের কারণে দুইটি দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের আনসার সাহেবের মার্কেটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানদার বিশ্বজিৎ বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মার্কেটের জুতো ব্যবসায়ী বিশ্বজিতের দোকানের বৈদ্যুতিক শটসার্কিটের কারনে আগুন লেগে যায়। ওই দোকানে আগুন লাগার সাথে সাথে পাশ্ববর্তী টুথ ব্রাশ ও কসমেটিক্স এর দোকানে আগুন লেগে যায়।
ঘটনা জানতে পেরে দ্রুত ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের ঘটনায় ২ ব্যবসায়ীর আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎতের শটসার্কিটের কারনে দুইটি দোকানে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়য়ন্ত্রণে। এ ঘটনায় ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচেরছ।
দৈনিক সাতক্ষীরা/জেড এইচ
Please follow and like us: