রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। ওয়ারী থানা পুলিশ এখন ঢাকা মেডিকেলে অবস্থান করছে।
Please follow and like us: