ফেন্সিডিল ও ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
জাহিদ হোসাইন:
১০ বোতল ফেন্সিডিল ও ১৭ পিছ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
আটককৃত মাাদক ব্যবসায়ীর নাম তহমিনা খাতুন(৩০)। সে সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
বৃহস্পতিবার(৫ এপ্রিল) রাত ১১টার দিকে আলীপুরের মাঝের পাড়া এলাকার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত তহমিনার স্বামী একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে তার স্বামীও মাদকসহ আটক হয়। সে এখন জেল হাজতে আছে। স্বামী জেলে থাকায় সে নিজে মাদক ব্যবসা শুরু করে।
তহমিনার বাড়িতে মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা থানার এস আই শ্রী বিপ্লব কান্তি মন্ডল সংগীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির রান্নাঘর হতে ১০ বোতল ফেন্সিডিল ও শয়ন কক্ষে ঘুমন্ত ছোট বাচ্চার প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।
Please follow and like us: