আশাশুনিতে বাংলা নববর্ষ পালনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, সমবায় অফিসার আনছারুল আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও আঃ আলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নুরুল হুদা, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১লা বৈশাখ ভোরে শোভাযাত্রা, এরপর পান্তাভাত পরিবেশন, ক্রীড়ানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: