এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন ২১ এর মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার আটক
তালা প্রতিনিধি:
হাই হাই এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন ২১ লি. এর মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে প্রতারিত হওয়া শতাধিক ছেলে ও মেয়ে অফিসে আসা কথিত মার্কেটিং এক্সিকিউটিভ হাফিজুর রহমানকে ঘেরাও করে দীর্ঘ ১ ঘন্টা অফিসের মধ্যে আটক রাখে।এ সংবাদ পেয়ে তালা থানা পুলিশ হাফিজুরকে আটক করে। প্রতারক হাফিজুর রহমান নড়াইল জেলার কালিয়া সদরের নজরুল খান এর ছেলে।
প্রতারিত হওয়া কলেজ ছাত্র রাকেশ, শবুজ, তপু ও আমিনুর বলেন, কোম্পানীর প্রশিক্ষণ দিয়ে আমাদের মুহূর্তের মধ্যে কোটিপতী বানিয়ে দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে আমাদের কাছ তেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে! আমরা বুঝতে না পেরে যে যেভাবে পেরেছি টাকা যোগাড় করে কোম্পানীর লোকদের হাতে দিয়েছি। আমাদের মধ্যে কেউ ৩ টি কেউ ৫টি করে ডিস্ট্রিবিউটর হয়ে মোটা অংকের টাকা জমা দিয়েছে। তাছাড়া কোম্পানি থেকে ধনী হবার জন্য কথিত প্রশিক্ষণ নিয়ে আরো ৫/৭শত টাকা দিতে হয়েছে। কিন্তু এখন জেনেছি এসব ভূয়া এবং আমরা ৩ শত ছেলে-মেয়ে প্রতারনার ফাঁদে পড়েছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন , অভিযুক্তকে থানায় আনা হলেও এখনও তার বিরুদ্ধে প্রতারনার শিকার হওয়া কেহ প্রত্যক্ষ অভিযোগ করেনি। তবে এবিষয়ে পরবর্তী করনীয় নিয়ে ভাবা হচ্ছে।
দৈনিক সাতক্ষীরা/জেড এইচ
Please follow and like us: