ব্রহ্মরাজপুর ইউপি তে বিভিন্ন কমিটির মাসিক সভা
শহর প্রতিনিধি :
৫ এপ্রিল বেলা ১১টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে মানব পাচার প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভাগুলো ইউ.পি’র সম্মানিত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সভাপতিত্বে এবং সচিব মো. সেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউ.পি কর্তৃক আয়োজিত এবং অগ্রগতি সংস্থার সহযোগিতায় এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাকিবুর রহমান, অগ্রগতি সংস্থার আলমগীর হোসেন, ইউ.পি সদস্যবৃন্দ।
আলোচনায় স্কুল পর্যায়ে শিশু পাচার ও নির্যাতন রোধে প্রচারণা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, চলাচলের রাস্তা নিরাপদ রাখা, নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সিটিসি’র ডাটাবেজ করা, বিদেশ যাওয়ার পূর্বে টিটিসি’র থেকে প্রশিক্ষণ নেওয়া, নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে স্থানীয়ভাবে মীমাংসা করা, যৌন হয়রানি বন্ধ সজাগ দৃষ্টি রাখা, বখাটেদের উৎপাত রোধ করে, বাল্যবিবাহ হয়ে গেলেও আইনের আওতায় আনাসহ ইউনিয়নের সামগ্রিক আইন শৃঙ্খলা পর্যালোচনা করা হয়।
Please follow and like us: