ফেসবুকের মাধ্যমে প্রতিবন্ধী শিশু পেলো ভাতা কার্ড
জি এম শাহাদাতঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভ্রুলিয়া ইউনিয়নের দরগাপুর গ্রামের হতদরিদ্র্য নজরুল ইসলামের ছেলে মোঃ হেলাল(১১) শারীরিক প্রতিবন্ধী । দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সরকারি ভাবে কোনো অনুদান বা প্রতিবন্ধী কার্ড না পাওয়ায় হতাশার মধ্যে ভুগছিলো পরিবারটি।
কিছুদিন পূর্বে মোনায়েম আব্দুল্লাহ দরগাপুর গ্রামে যেয়ে হেলাল কে দেখতে পেয়ে তার ফেসবুকে পোস্ট করেন, পোস্টটি শেয়ার করেন শ্যামনগরের বিশিষ্ট ঠিকাদার আশরাফ হোসেন।পোস্টটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান হেলালের ছবি সম্বলিত পোস্টটি উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানকে বুধবার সন্ধ্যায় জানালে তিনি বৃহস্পতিবার সকাল ৯ টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় সমাজসেবা কার্যালয়ে হেলালকে নিয়ে গেলে দেখা যায় হেলালের প্রতিক্ষায় বসে আছেন সমাজসেবা অফিসার সহিদুর রহমান।তাৎক্ষনিক তিনি হেলালের কার্ডের ব্যবস্থা করেন।হেলালের সাথে থাকা তার মাতা জাহানারা খাতুন আবেগময় হয়ে পড়েন এবং সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের জন্য প্রাণ ভরে দোআ করেন এবং বলেন হেলালের পরিবার আজীবন সমাজসেবা অফিসারের প্রতি কৃতজ্ঞ থাকবে।হেলালের মায়ের ভাষ্যমতে, হেলালের জীবন জাপন টা অতি করুন।হেলালের মা অন্যের বাড়িতে দিনমজুর খাটায় সারা দিন রাত একটা মেঠো ঘরে বন্দি থাকে সে।তার পিতাও একজন জনমজুর। হেলালের বড় ভাইও প্রতিবন্ধী ব্যক্তি।
Please follow and like us: