অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট:
অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসচিব অসুস্থ অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে।
মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মা অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন।
Please follow and like us: