বড়দলে জেলা পরিষদের জমিতে অবৈধ ঘর:পুকুরে যাতয়াতের পথ বন্ধ
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে জেলা পরিষদের জমিতে অবৈধ ঘর নির্মাণের ফলে পুকুরের চারিপাশে যাতয়াতের পথ করা বাধাগ্রস্থ হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
বুড়িয়া মৌজায় জেলা পরিষদের একটি পুকুরসহ ১.৩৩ একর জমি রয়েছে। যার মধ্যে মাত্র ৩ বিঘা জমি ফাঁকা থাকলেও বাকী এক বিঘা জমিতে স্থানীয় কতিপয় ব্যক্তি ঘর উঠিয়ে অবৈধ দখলে নেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উক্ত পুকুরটি খনন ও পুকুর পাড়ে যাতয়াতের রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যে পুকুর খনন ও চারি পাড়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। এজন্য অবৈধ দখলকারী অধীর সরকার ও মনোহর সরকার তাদের ঘর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিলেও অপরজন নারায়ন সরকারের পুত্র কেনা সরকার ঘর সরিয়ে নেননি। ফলে পাড়ের রাস্তার কাজ শুরু করা হলেও সম্পন্ন করা যাচ্ছেনা।
এব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান জানান, পুকুরের পশ্চিম-উত্তর পাশে ঘর থাকায় কাজে সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা পরিষদকে দেখতে হবে।
Please follow and like us: