শ্যামনগরে সুবিধাভোগী নারীদের মধ্যে চেক হস্তান্তর
শ্যামনগর প্রতিনিধি :
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসুচীর (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের তত্ত্ববধানে সুবিধাভোগী গ্রামের নারীদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এমপি এস এম জগলুল হায়দার।
তিনি তার বক্তব্যে, বাংলাদেশ এখন আর তলা বিহিন ঝূড়ি নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশ ও দেশের জনগনের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনা নিরালস কাজ করে যাচ্ছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। গ্রামের অবহেলিত ও ভাগ্য বিড়ম্বিত নারীদের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানা মুখি কর্মসূচী গ্রহন করেছে। অনুষ্ঠানে সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য এবং এলাকায় নৌ প্রতিকে কাজ করার জন্য সবার কাছে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মুলক ও উপজেলা প্রকৌশলী আসিফ রেজা। উল্লেখ্য, প্রকল্পের আওতায় উপজেলায় ১২টি ইউনিয়নে সুবিধাভোগী ১২০জন গ্রামীণ নারীর মধ্যে জনপ্রতি ৩৬ হাজার ৮০০শত টাকা করে মোট ৪৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি মনোনীত শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসনি উল মুলক উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান এবং স্ব স্ব এলাকায় আগামী নির্বাচনে নৌকা প্রতিকে কাজ করার জন্য অনুরোধ করেন। ।