এইচএসসি পরীক্ষা’১৮ সোমবার শুরু নলতা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৪২ জন
নলতা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মূল কেন্দ্রে ২০১৮ সালে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থী ১৯৭ জন এবং নলতা দারুল-উলুম ফাজিল মাদ্রাসা ভেনুতে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পরীক্ষার্থী ২৪৫ জন সহ নলতায় দু’টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ৪৪২ জন। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, নলতার দুটি স্থানে মোট পরীক্ষার্থী ৪৪২জন হলেও বিষয় ভেদে পরীক্ষার্থী কমবেশি আছে। এছাড়া সরকারী নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
২ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে সারাদেশের ন্যায় একযোগে শুরু হবে বাংলা ১ম পত্র পরীক্ষা। আর নলতা কেন্দ্রে পরীক্ষার আহবায়কের দায়িত্ব পালন করবেন নলতা কলেজের গণিত বিষয়ের প্রভাষক এস এম মহসিন আলী। এছাড়া নলতা কলেজের মূল কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করবেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মো.
তানবীর হোসেন। নলতা মাদ্রাসা ভেনুতে হল সুপারের দায়িত্ব পালন করিবেন নলতা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ সিদ্দিকী। মূল কেন্দ্র ও ভেনুতে পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী আলাউদ্দিন কলেজের প্রভাষক প্রশান্ত কুমার ও মো. ইসরাফিল ইসলাম।
Please follow and like us: