আশাশুনিতে পরীক্ষা পরিচালনা কমিটির সভা
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানের নিমিত্তে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আবু মুছা, অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরপদ কর্মকারসহ সকল কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আজ (সোমবার) থেকে অনুষ্ঠিত এইচএসসি, এইচএসসি (বিএম) ও সমমান (আলিম) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের নিমিত্তে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: