সুন্দরবন মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি :
রবিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রথমিক বিদ্যালয়ে মধু আহারণ উদ্বোধন উনুষ্ঠান ও ময়ালীদের হাথে সুন্দরবনে মধু আহরণে প্রবেশ পত্র হস্তনতর ।প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এস এম জগলুল হায়দার সংসদ সদস্য, সাতক্ষীরা -৪,সভাপত্বিত করেন বশিরুল আল মামুন বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ আমির হোসাইন চৌধুরী, বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা,এস,এম মহসীন -উল-মূলক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামনগর উপজেলা পরিষদ, ভবতোষ কুমার মন্ডল সভাপতি, সহ – ব্যাবস্থাপনা কমিটি সাতক্ষীরা রেঞ্জ, ও চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, মাছিদুল আলম চেয়ারম্যান গাবুরা, জি এম রফিক আহমেদ সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জ, বক্তব রাখেন বনজীবীদের মধ্যে মন্টু মিয়া তিনি বলেন সুন্দরবনের সর্ব অংশে আমরা প্রবেশ করতে পারি তাহার সু -ব্যাবস্থা করে দিবেন বন বিভাগ, অনুষ্ঠান শেষে ময়ালীদের হাথে আগুন নিভানো ফায়ার স্টার তুলে দেন অনুষ্ঠানের সকল অতিথি ।সর্ব শেষ সুন্দরবনে মধুর চাক কেটে মধু আহরণ ২০১৮ শুভ উদ্বোধন ঘোষনা করে।