প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রেস বিজ্ঞতি:
গত ৩০ মার্চ সাতক্ষীরার দৈনিক কালের চিত্র ও দক্ষিণের মশাল পত্রিকায় “জুয়েল ও তার বাহিনী মামাকে অপহরণ করেছে” শিরোনামে সংবাদ সম্মেলনের একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনটি করেস সেলিম হোসেন। পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃতঅর্থে গত ২৬ মার্চ তারিখে আমাদের জমিতে চাষাবাদকালে তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা হয়। মামলা নং ১৪। তারিখ ২৬/০৩/১৮ ইং। মামলায় দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থল থেকে মজিদ, রশিদ, বাক্কার ও ইব্রাহিম গ্রেফতার হয়। কিন্তু রেজাউল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাকে খুজছে। এই ঘটনাকে কেন্দ্র করে ও ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে রেজাউলের ভাগ্নে সেলিম হোসেন মিথ্যে বানোয়াট অপহরণের অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণরুপে মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।