কেশবপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের দুই দিনের এক প্রশিক্ষণ আজ জাইকা প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাসের পরিচালনায় আরসিএইচসিআইবি ও সিবিএইচসি-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মুন্সি মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ ও পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ আহসানুল মিজান রুমী।
Please follow and like us: