কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইম এর নেতৃত্বে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন- কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইম, সহ-সভাপতি সবুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহারিয়ার হোসেন, ছাত্রলীগনেতা মেহেদী, নাঈম, ইমরান, বাপ্পি প্রমুখ।
সমাবেশে হামলায় জড়িত সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপকামনা করেন।
Please follow and like us: