কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র চন্দনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা
কামরুল হাসান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ার সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ’র ৭ নং চন্দনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার দুপুর ১২ টায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল কমিটির সদস্যদের উপস্থিতিতে ওই কমিটি ঘোষণা করেন।
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির পিতা উপদেষ্টা ডা.আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ, সহ.সভাপতি নিয়াজ মোরশেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ার প্রান্ত।
আলোচনা শেষে মো: ইমরান হোসেনকে সভাপতি ও আব্দুল্লাহ-আল-মামুন প্রান্তকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৭ নং চন্দনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাইদ, মামুন হোসেন, গালিব, সুজনসহ আরো অনেকে। আলোচনা অনুষ্ঠানে আগামী ১০ এপ্রিল প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
Please follow and like us: