কলারোয়ায় সেলাই মেশিন বিতরণ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় হতদরিদ্র মহিলাদের সাবলম্বী করার লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেস ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলমেন্ট প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন মহিলাকে প্রশিক্ষণ শেষে এ মেশিন ও অর্থ বিতরণ করা হয়।
রোববার বেলা ১১ টায় প্রকল্প সমন্বয়কারী মিঠু সরদারের সভাপতিত্বে পৌর সদরের ডাকবাংলা সংলগ্ন জেস ফাউন্ডেশনের প্রকল্প অফিসে আলেচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে অসহায় ৫জন মহিলাকে বিনা মূল্যে সেলাই মেশিন এবং অপর ৭ জনের (নিজস্ব মেশিন থাকায়) নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সেলাই প্রশিক্ষণ কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয়। এর আগে তাদেরকে ১৬ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাস্টার এমএ কাশেম, জেস ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল ফিরোজ, মোস্তাফিজুর রহমান, ফাতেমা প্রিন্টিং প্রেসের পারিচালক রেজাউল ইসলাম প্রমুখ।
Please follow and like us: