মেসি-সুয়ারেজে বার্সেলোনার অবিশ্বাস্য ড্র
অনলাইন ডেস্ক :
নিজেদের মাঠে দারুণ এক জয় উদযাপনের সব প্রস্তুতি সেরে ফেলেছিল সেভিয়া। বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল ২-০ গোলে। কিন্তু বার্সেলোনা শিবিরে লিওনেল মেসি আছেন, এ কথা কি ভুলে গিয়েছিল সবাই? ম্যাচের ৮৮ মিনিটেও ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বার্সেলোনাকে অবিশ্বাস্যভাবে রক্ষা করেছেন আর্জেন্টাইন তারকা।
ঘুরে দাঁড়ানোর শুরুটা অবশ্য হয়েছিল সুয়ারেজের সৌজন্যে। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে বসেন তিনি। এর মিনিটখানেক পরেই দুর্দান্ত শটে বার্সেলোনাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচালেন আর্জেন্টাইন তারকা মেসি। অথচ ম্যাচ শুরুর আগে ইনজুরির কারণে যার খেলাটাই ছিল অনিশ্চিত।
মেসিবিহীন ম্যাচে কুতিনহো-সুয়ারেজ-ডেম্বেলেদের নিয়ে গড়া আক্রমণভাগ তেমন কোনো সমস্যারই সৃষ্টি করতে পারেনি সেভিয়ার ডিফেন্ডারদের জন্য। প্রথমার্ধের শুরুতে কয়েকটি সুযোগ পেলেও গোলমুখে শট নিতে পারেনি সেভিয়া। অবশেষে ৩৫ মিনিটে টের স্টেগানকে পরাস্ত করেন ভাস্কুয়েজ। বাঁ পাশ থেকে কোরেয়ায়ার পাস বার্সেলোনার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ভাস্কুয়েজের কাছে গেলে বাঁ পায়ের দুর্বল শটে গোলের পথ খুঁজে পান তিনি। ৪৪ মিনিটে ফ্রিকিক পেলেও সেটি থেকে গোল করতে ব্যর্থ হন সুয়ারেজ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরেও সেভিয়ার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ৫০ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন মুরিয়েল। এমন পরিস্থিতিতে মেসিকে মাঠে যে নামতেই হতো! ৫৮ মিনিটে ডেম্বেলের পরিবর্তে মাঠে নামেন মেসি।
৬১ মিনিটে আলবার ক্রস গোলবারের বাইরে মারেন সুয়ারেজ। ফলে গোলবঞ্চিত হয় বার্সা। ৬২ মিনিটে বার্সেলোনার গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মুরিয়েল। ৬৮ মিনিটে আবারও কাউন্টার অ্যাটাক থেকে বার্সেলোনার ডিফেন্সকে কাঁপিয়ে দেন মুরিয়েল। কিন্তু এবারও গোলবারের বাইরে দিয়ে মারেন তিনি। ম্যাচজুড়ে সেভিয়ার ফুটবলারদের গোল ব্যর্থতার সুযোগে শেষ দিকে এসে দুই মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে নিশ্চিত পরাজয়ের ম্যাচ ড্র করতে সক্ষম হয় ভেলভার্দের দল।
লিগে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৬৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
Please follow and like us: