গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৮
ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।
রোববার ভোররাতে মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সদুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জনান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশম্বরদি এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
বাসটি সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৫ জনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর, ফরিদপুরে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ পাসপাতালে পাঠায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
Please follow and like us: