বুধহাটায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ। রবিবার দিনভর মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বুধহাটা ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে রোববার সকাল থেকে ছড়া-কবিতা আবৃত্তি, পল্লীগীতি, দেশাত্মবোধক গান, নৃত্য, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার একই স্থানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। বুধহাটা ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষকমন্ডলী- জুলহাস উদ্দিন, শ্যামলেন্দু কুমার, আরিফুল ইসলাম, মুর্শিদা খাতুন, মোজাফফার রহমান, বিশ্বরঞ্জন সরকার, আফিয়া সুলতানা, মোদাচ্ছের হোসেন, বীরেন্দ্র নাথ, আলহাজ্ব মিজানুর রহমান, শিখা রানী নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: