সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণসভা
প্রেস বিজ্ঞপ্তি :
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণসভা সমিতির সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক স-সভাপতি আশরাফুল ইসলাম এবং সভাপরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। সভায় ১৯৩ জন বাস মালিক/সদস্য উপস্থিত ছিলেন। সভায় সমিতির আগামী ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ ১৭ মার্চ-২০১৮ নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয়। আহবায়ক কমিটির আহবায়ক ১। মোঃ গোলাম মোরশেদ, বাস নং- ঢাকা মেট্রো জ-১৪-০৬৯৯। সদস্য যথাক্রমে ২। শেখ জাহাঙ্গীর হোসেন, বাস নং- ঢাকা মেট্রো জ-১১-০৪৩১। ৩। শেখ আলমগীর হাসান, বাস নং- খুঃ মেঃ জ-১১-০০৬৭, ৪। মোঃ শাহজাহান কবির, বাস নং- সাতক্ষীরা জ-১১-০০৮৯, ৫। একেএম মোতাহারুল হক সজল, বাস নং- খুলনা ব-১০৭৪। সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সদস্য ১। এড. আ:বারী ২। এড. শেখ সাঈদুর রহমান, ৩। আঃ কাদির ময়না।